আসুন জুমার দিনের নামাজ সম্পর্কে জানি
আসসালামু আলাইকুম,আজ পবিত্র জুম্মা, এই দিনের অনেক ফজিলত। আসুন জুম্মাবার সম্পর্কে একটি গুরুতপূর্ণ হাদিস জানি।
-
হজরত সালমান (রা.) হতে একটি হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, অতঃপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে, তার পর মসজিদে গমন করবে, দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দেবেন, চুপ করে মনোযোগসহকারে তার খুতবা শুনবে। দুই জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (মুসনাদে আবু দাউদ : ৪৭৯)।
-সুবাহানআল্লাহ্।


Post a Comment
0 Comments