নামাজ সম্পর্কে জানি
নামায প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আর নামায জান্নাতের চাবি | তাই সঠিক পদ্ধতিতে নামাজ শিক্ষা এবং নামায পড়া আমাদের জন্য অপরিহার্য | এখানে আমরা নামাজ শিক্ষার আগে জানবো নামায সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা |
সালাত বা নামায নিছক প্রার্থনা নয় | এটি Salah, এই শব্দটির অর্থ চারটি প্রসিদ্ধ রয়েছে | ১. প্রার্থনা করা, ২. অনুগ্রহ করা, ৩. পবিত্রতা বর্ণনা করা, এবং ৪. ক্ষমা প্রার্থনা করা |পারিভাষিক অর্থে সালাত বা নামায হচ্ছে এমন একটা নির্দিষ্ট ইবাদত যা নির্ধারিত সময়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে আদায় করা হয় | পাঁচ ওয়াক্ত নামাযের মাধ্যমে একজন মুসলমান ইসলামের পরিচালিত হয় |
আমাদেরকে আমাদের স্রষ্টার অনুগত করে | তাই নামায হচ্ছে আনুগত্যের অনুশীলন | নামাযের আরবি শব্দ হলNamaz Shikha in right way. So, we should offer salah. But, we are not wish to take it.
namaz shikha, namaj shikkha, namaz dua, bangla namaz, namaz in bangla, namaz shikkha, namaz bangla, namaz shikkha bangla, namaz shikkha in bangla, bangla namaz shikkha, bangla namaz dua, namaz dua in bangla, namaz dua bangla, bangla namaz shikha dua
নামায আমাদের মধ্যে আল্লাহ ভীতি, সততা, সৎকর্মশীলতা ও পবিত্রতার আবেগ এবং আল্লাহর বিধানের আনুগত্যের ভাবধারা সৃষ্টি করে | কোরআন ও হাদিসে এ বিষয়ে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে | আল কুরআনে ব্যক্তি ও সামাজিক জীবনে নামাযের গুরুত্ব ব্যক্ত হয়েছে ৮২ বার |
সালাত শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা | তবে প্রার্থনা শব্দটি আরবী সালাত শব্দের তাৎপর্য পুরোপুরি প্রকাশ করতে পারে না | কারণ প্রার্থনা করা মানে হচ্ছে অনুরোধ করা বা বিনীতভাবে কিছু চাওয়া | প্রার্থনা করার আরেকটি অর্থ হচ্ছে মিনতি করা | সাহায্যের আবেদন করা বা দোওয়া করা | আর সেটাই হচ্ছে আবেদন বা প্রার্থনা | তবে সালাত অর্থ কেবলমাত্র প্রার্থনা নয়, প্রার্থনার চাইতেও অনেক বেশী কিছু |
কারণ সালাতের মাধ্যমে আমরা আল্লাহতালার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি তার প্রশংসাও করি | আমরা তার কাছ থেকে নির্দেশনা পায় | আর এসবের পাশাপাশি এটা হলো এক ধরনের programming | এটা একটা বিশেষ অবস্থা অথবা একজন সাধারণ মানুষের কথায় এটা এক ধরনের Brain-Washing | মনো বিজ্ঞানীদের মতে, আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রনে নেই | শরীরের উপর রয়েছে আমাদের পুরো নিয়ন্ত্রণ | কিন্তু আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নেই এখন নামায হচ্ছে মনকে Controll করার সবথেকে উত্তম উপায় |


Post a Comment
0 Comments