আল্লাহর নামের ফজিলত সম্পর্কে জানি
মহাণ আল্লাহ্ রব্বুল আলামিন এর যতো গুলো পাওয়াফুল শক্তিশালী নাম বা ইসেম আছে তার মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অন্যতম গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ । বিশেষ করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই যুক্ত ইসেম মোবারকের আমলে দুনিয়া ও আখিরাতের অফুরন্ত ফায়দা বা ফজিলত হাসিল করা সম্ভব। এ নামের যিকির বা আমল করে সমস্ত দুনিয়ার বুজুর্গানে দীনগণ অশেষ ফজিলত ও কামিয়াবি এবং আল্লাহর নৈকট্য লাভ করেছেন কারন মহা পরাক্রমশালী আল্লাহর এই শক্তিশালী ইসেম মোবারক ইসমে আযম। এই ইসমে আযমের খায়ের বরকতে আল্লাহ্ তার এনামের যিকির বা আমলকারীকে বিশেষ মর্যাদা দান করেন এবং আমলকারীর সকল দোয়া ও চাওয়া পূর্ণ করেন। ইয়া যাল জালালী ওয়াল ইকরাম অতিব ফজিলত পূর্ণ নাম। এই ভিডিওর মধ্যে আমি আল্লাহর এই নাম ইয়া যাল জালালী ওয়াল ইকরাম এর অর্থ সহ আমল বা অজিফা করার ফজিলত বা ফায়দা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে দুনিয়া ও আখিরাতের সর্বাধিক কল্যাণ হাসিল করবেন এবং Clip10BD ইসলামিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকনে।



Post a Comment
0 Comments