ঘুমানোর সময় কী দুয়া পরতে হয় এবং পরলে কী হয়?
ঘুমানোর দুয়া হলো: اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ- ‘আলহামদু লিল্লাহিল লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’
অর্থ : ‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।আর এই দুয়া পরলে আপার ঘুম রাতে অনেক ভালো ভাবে হবে।আপনি রাতে কোনো খারাপ স্পন দেখবেন না।তাই ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় এই দুয়া দুটি পরা দারকার।
উচ্চারণ- আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
অর্থ : ‘হে আল্লাহ! আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।’
আর ঘুম থেকে জাগ্রত হলে যে দুয়া পরতে হয়:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُউচ্চারণ- ‘আলহামদু লিল্লাহিল লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’
অর্থ : ‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।আর এই দুয়া পরলে আপার ঘুম রাতে অনেক ভালো ভাবে হবে।আপনি রাতে কোনো খারাপ স্পন দেখবেন না।তাই ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় এই দুয়া দুটি পরা দারকার।



Post a Comment
0 Comments