ওযু শুরুর প্রথমে ওযুর নিয়ত করতে হবে তারপর ওযু শুরু করতে হবে।আর ওযুর নিয়ত হলো
ওযু করতে প্রথমে দুহাতের টাকনু পর্যন্ত প্রথমে ডান হাত তারপর বাম হাত  ৩ বার করে ধৌত করতে হবে ।তারপর ৩ বার গড় গোড়ার সাথে কুলি করতে হবে।তারপর নাকের নরম স্থান পর্যন্ত ৩ বার পানি পৌঁছাতে হবে।তারপর দুহাতের কনুই  পর্যন্ত প্রথমে ডান হাত তারপর বাম হাত ৩ বার করে ধৌত করতে হবে ।তারপর মুখ মন্ডল ভালো করে ৩ বার  ধৌত করতে হবে ।তারপর মাথার  ৪ ভাগের ১ ভাগ মাচেহ করতে হবে ।তারপর দুপায়ের টাকনু পর্যন্ত ভালো ভাবে ধৌত করতে হবে ।আর এটাই ওযুর নিয়ম ।